বেনারস থেকে বেথেলহামের রাস্তায়
আমার ধর্ম কোন আকার নেয় না।
আমি জেগে উঠি এ পৃথিবীর প্রতিটি আত্মসমর্পণের শব্দে।
সেই শব্দের সুরঙ্গ বেয়ে
ঘটে যায় আমার অভিপ্রেত বিপর্যয়।


এক মুঠো মাটির লোভ দেখিয়ে
সব দাম্ভিক আকাশকে পাশাপাশি রাখি।
সমস্ত নৈরাশ্যকে খান খান করি এক বুক ভরা নিঃশ্বাসে।

উদয়াস্ত জীবনের বর্ণাঢ্য আহুতির মাঝে,
নাড়ীপোঁতা হিজল গাছের ছায়ায়
স্বপ্নেরা নিঃশব্দে শুয়ে আছে।

আর কোন ময়ূরী নদীর করধনী বাঁকে
পাটভাঙা সবুজের সমারোহে
তোমাদের দ্বন্দ্বেরা বার বার ছন্দ হারায়।
                                    হারাবে।।


ব্যাঙ্গালোর ২৩/২/১৯