নিয়নের আলো মেখে
ফাইভ স্টার হোটেলের
এঁটোকাটা খাচ্ছে বস্তির বালক।
মোমবাতির মসৃন অবয়বে
হাত রেখেছে কোন ‘ছত্রিশ চব্বিশ ছত্রিশের’
স্ট্যটিসটিকস্.. ডিনার টেবিলে।
মোজার্টের মিউজিকের তালে
দেওয়ালের টিকটিকি
অবিশ্বাস্য দ্রুততায় পৌঁছে গেছে
নিজের শিকারের কাছে।
একটা কোলাজ আঁকতে গিয়ে
কোন শিল্পী স্রেফ কালো রঙে
কয়েকটা আঁকিবুকি কেটে গেছে
সাদা ক্যানভাসে..।