অশ্রুস্নাত সত্যকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছো।
সাথে টুকরো হৃদয়,আর অনেক মিথ্যে হলুদ ফুল।
সুখের চাবি বোধহয় হারিয়েছো
কোন অভিজাত দরজায়।


উসর জমিতে বীজ বুনেছিলে
পাওনি  সহানুভুতির জল,
অমাবস্যাকে পাঁজরে পুরে
টাটকা জ্যোৎস্নায়
কারো পথ  করেছিলে আলোকিত,
তাই  আটকে আছো কোন মোহনায়।

নষ্ট পৃথিবী গুলো
কুরে খায় তোমার অতুল বৈভব।
তবুও উথালি পাথালি ঢেউয়ে
বাঁচার মোহময় কাতরতা ।

কত দাবানল জ্বলেছে কত যুগ ধরে ।
হেমন্তের ফসল উঠে গেছে।
বিধবা মাঠ পড়ে আছে এক পশলা বৃষ্টির আশায়।
তাই অমরত্বের লোভে
কলসি কানার বদলে প্রেম
বার বার তোমাকেই দিতে হয় ।


              স্বপন দাস