জীবনকে ধাপ্পা দিয়ে অনেক বিন্দু আরো অনেক বিন্দুর সাথে মেশে।
ভাগশেষে পড়ে থাকে বিষাদের উৎসব।
কেবল মেঘলা দিন বৃষ্টি হয়ে ধুয়ে দিতে পারে সেই সব বিষাদ গরল।
তাই বৃষ্টি নামুক বুকের উপর।
বুক থেকে গড়িয়ে গড়িয়ে রাজপথ।
যে পথ ধাপে ধাপে সিঁড়ি হয়।
সিঁড়ির নীচেই জল..
অথচ সাঁতার শেখেনি কেউ।
তবে কেন শুধুই সাগরের কথা বলা?
প্রেমের কথা বলা...
কিনারায় আলোর ঝলকানি দেখে
দীর্ঘ বারান্দায় বার বার হেঁটে গেছি।
পাহাড়ের চূড়ায় দুরন্ত সূর্য দেখে পাথরও ভেঙেছি,
আজ শুধুই ক্লান্তিগুলো আলতো হাতে সাজিয়ে রাখা।
জানি শেষমেষ
ছেঁড়া মেঘের চিঠি পৌঁছে যাবে আমার ডাকবাক্সে।
পড়ে থাকবে আরো এক বিসর্জন আর কাদামাটির খেলা।