অজস্র সঞ্চয় একে একে ক্ষয়ে যায়।
এবার ধূসরতা যেন সিঁড়ি বেয়ে নেমে আসবে।
সদ্য জীবন্ত কিছু প্রাণ পেলে এখনো এঁকে দিতে পারি ভালবাসার অবয়ব।
যেমন তোমার শরীরের ঘ্রাণে পৃথিবী শিখেছিল প্রেম।
হটাত যেন হারালো প্রসব ক্লান্তির সেই সব দুরন্ত সকাল।
এখন এই বিষানু বাতাসে বিষাক্ত নিঃশ্বাস।
ভয়ে কাঁপে বনস্পতির পাতারা। বুকের মধ্যে ফাঁকা মাঠ বিস্তীর্ন হয়।
আমি এখনো অনেক স্বপ্নের সুখতলা ঘিরে সাজিয়ে রাখি অভিমান।
বিবর্ণ চোখের সামনে সেই অভিমান থমকে দাঁড়ায় প্রহরীর মত।
কার্ণিশে কার্ণিশে মরণ জ্যোৎস্না।
আমি আমার মৃত্যুকে স্বান্তনা দিই।
এই মহামারীর নিভৃতবাস পেরিয়ে কোন দিন দেখা হলে আমার খাতায় আমার পরাজয় লেখা থাক।
আর সেই পরাজয়ে পুনর্জন্ম হোক এই পৃথিবীর ।