কারা যেন
আমাদের জিতিয়ে দেবার ছলে
কৌশলে হারিয়ে দিয়ে যায়।
এমনি হয়, এমনি হয় বারবার।
কারা যেন
আমাদের বাগানের সমস্ত কূঁড়িগুলো
কোন অচেনা দেবতার পুজোর জন্য ছিঁড়ে নিয়ে যায়।
এমনি হয়, এমনি হয় অনেকবার।
কারা যেন
আমাদের ক্যারল গাইবার পরপর
মোমবাতিগুলোকে নিভিয়ে দিয়ে যায়
এমনি হয় এমনি হয় অনেকবার।
কারা যেন
আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে
বন্দুক উঁচিয়ে বন্দী বানিয়ে যায়।
এমনি হয় এমনি হয় অনেকবার।
প্রশ্নগুলোর জন্য রক্তক্ষরণ আমারো ছিল
হয়ত অনেকের হয়।
আকাশে সেই তারার দিকে তাকিয়ে আছি।
প্রশ্ন শুধু যীশুর মত কোন দেবদুতের
আগমন এখনো কি হয় ?