স্থাবর জঙ্গম সব,কনকলতা নাম,
জাম কাঁঠাল কূঁড়েঘর চেনাচেনা মুখ-
রেখে যেতে হবে।
রেখে যেতে হবে-
ভরা শ্রাবন,কদমের গাছ,
নিজস্ব পালক পাখা স্মৃতিচিহ্ন সব।
হাহাকার বুকে নিয়ে পরিযায়ী দল
নিরেট তৃষ্ণা আঁকা মুখোশের মুখ
ঠিকরে পরা রুপালী আলোয়
কত নগর সংকীর্তনে।
উঁচু থেকে নীচে নামার বৈকুন্ঠ বিলাসিতা
বিশ্বায়নের দিকে ঝুঁকছে শিকড়।
মাটি উপড়ে গেলে বেআব্রু আকাশ
চাতকের জাতক কথা অথবা…।