যেমন প্রাণপনে হেঁটে যায়
পৃথিবীর বিষণ্ণ নায়িকারা
একটি শব্দের খোজে..
এইভাবে এই দেশে..
পূর্বের হাওয়া,দক্ষিণের বাতাস,
কতকাল ধরে খূঁজেছে
আবার কোন কৃত্তিবাস।
শালুকের বন ঘেঁসে পাড়ায় পাড়ায়
মায়েদের লুল্যাবি।
শুয়ে আছে অনেক অনুর্বর চারাগাছ।
বারবার কবিতারা পেরিয়েছে আলপথ ধরে..
শব্দের রোপনে বিখরেছে বর্ণমালা।
যদি অনন্তকাল যেতে হয় সেই প্রাণপন পথে,
হব জাতিস্মর।
আমার শেষ আছে..
সব শেষ আমার নয়।