একদিন রাত্রে দুঃস্বপ্ন দেখে
আত্মপ্রবঞ্চনায় এলিয়ে পরলেন রাজা,
হটাৎ হলো বিবেকের উদয়
ওদের জন্য একটা কিছু করতেই হয়,
নইলে রাজপাট টিকিয়ে রাখা দায়।
ডাকা হলো পার্ষদের পরিষদ
বিনিন্দ্র রজনীর ক্লান্তি রাজার কপালে
তবুও বসে রইলেন।
মন্ত্রণা সভা শুরু হলো।
অবিরাম বাদানুবাদের
শেষে প্রসবিত হলো প্রস্তাব, বেশ সস্তায়।
"জনপ্রতি তন্ডুল দুই কিলো দু টাকায়”
রাজদরবার থেকে
প্রচারিত হলো রাজার আদেশ
ফটোগ্রাফারদের ফ্ল্যাশ, প্রচারের মাইক
জ্বলে ও বেজে উঠলো।
সাংবাদিকদের লম্বা ইন্টারভিউ
অর্থনীতির আঁতলেমি,
পরিসংখ্যানের নানান পরিহাসে
ভরে উঠলো খবরের কাগজ।
আম জনতার বিনর্ম মাথা
দুলতে থাকলো পেন্ডুলামের মত।
রাজার আশীর্বাদে অক্ষয় হলো তাদের ভিক্ষাপাত্র।
তার জয়ঘোষ দিকে দিকে প্রতিধ্বনিত হলো।
হটাৎ অসংখ্য জনতার মাঝে একটি শিশু
এগিয়ে এলো তার জন্মের পোষাক পরে।
দৃষ্টি নিবদ্ধ তার রাজার শেরোয়ানির তাজা গোলাপে
সব বিস্ফারিত চক্ষু হলো সংকোচিত।
নীরবতা ভঙ্গ করে শিশুর চিৎকার
চাই রাজার গোলাপ ছেলেমানুষি আব্দার।
বিচলিত রাজা।ছুটে এলো কোটাল।
এগিয়ে যাচ্ছে শিশু টালমাটাল।
তার পদক্ষেপে হয়ত লেখা হচ্ছে কোন চিত্রনাট্য,
ভবিষ্যতে কোন বায়োস্কোপের।