শিরা উপশিরায় নদীর হাতছানি
শরীরে সারি সারি সাদা রঙের বেসাতি
এও এক মানক ভয়
ভয়ের সাথে মিশেছে মসৃণ যৌনতা
সমস্ত উপকূল ছেয়ে দ্রুত এগিয়ে আসছে ঝোপঝাড় কাঁটাগাছ
বিস্তীর্ন নীরবতা ঘিরে মাঠের জিজ্ঞাসা
ছায়াপথ প্রদক্ষিণের পর অনেক তারাই এখন স্থির
খরস্রোতায় ডুব দিলে শেষমেষ তো সাগরে
এই আকর্ষণ একমাত্র তুমিই বুঝিয়েছিলে
পৃথিবীর সব সম্ভাবিত পুরুষকে।