কোন অষ্টাদশীর আঙুলের স্পর্শ
বসন্তের শীতঘুম ভাঙ্গাবে..
খবর পেয়ে
ঝিনুকেরা সব অন্তঃসত্ত্বা হয়েছে।
গাছেদের ডালে ডালে প্রসবপীড়া,
কিশোরীর ডাগর আঁচল অপেক্ষায় আছে
দখিনা বাতাসে উড়বে।
নিরবতা ভেঙ্গে কখনো বইছে গলনাঙ্ক হাওয়া..
সবুজ ধান পৌঢ়ত্বে পৌঁছে গেছে।
আলপথে হেঁটে
এস আলাপ সেরে নিই।
গরম কাপড়ের তোরঙ্গ খুলতেই
কোন ব্যস্ত গৃহিনীর সঙ্গে দেখা হয়ে গেছে..
তার কিশোর প্রেমিকের..
এদেখাই শেষ দেখা হয়তো।