পুরানো বছরের খোয়ারি কেটেগেলে
আবার একগুচ্ছ ইচ্ছে লাগামছাড়া..।
আবার আাধফোটা কুঁড়ি গুলো ফোটাতে
মনযোগী জলসেচন..।
শীতবস্ত্রের তলায় শুয়ে আছে স্মৃতিগুলো,
ওরা চাপা থাক হিম কুয়াশায়।
বনফায়ারের পাশে তৈরী হচ্ছে
পরবর্ত্তী অশ্বারোহী।
জীবনের রেসটা জেতা চাই।
"ভালবাসা" আকাশে আতসবাজীর মত
ক্ষনিক রঙমশাল।
সূর্যোদয়ের বদলে বছরের ঢাকনাগুলো
আজকাল মধ্যরাতেই খুলে যায়।