বানপ্রস্থের শেষ পৃষ্ঠায়
পদাবলী গাইতে আসেন কবি কালিদাস।
বসন্তের বনে বনে রমন,
ফুলেদের যৌবনের নীচে-
পাতাদের মরদেহ পড়ে থাকে।
এ দৃশ্য কোন কাপালিকের বোধগম্য নয়।

চাতকের মত পিপাসা বুকেনিয়ে
বন্দর বন্দর ঘুরে বেড়ানো যুবক যুবতীরা
হাতে পায়ে জড়িয়েছে লবনাক্ত হাওয়া।
এখন এক পশলা বৃষ্টির জন্য চলবে বশিষ্ঠযজ্ঞ।

তীক্ষ্ণ কাঁটার ছদ্মবেশে আছে সবুজ পাতারা।
মৃতও নয়,
আবার বেঁচে থাকার মত জীবিত ও নয়।

কোন বিলুপ্তপ্রায় প্রাণীর হাত ধরলে
আর ফেরা হবে কিনা জানিনা।

আমি ভাল নেই
তোমরা ভাল থেকো।




©® স্বপন কুমার দাস