কেউ আলো জ্বালেনি,
বাতিঘর গুলো মৃয়মান দাঁড়িয়ে।
যাদের ফেরার সময় হলো
তারা কি...

ঘাটে বাঁধা নৌকার মত দুলিয়ে
জীবন নিয়ে খেলছে
কোন নিপুণ খেলোয়াড়।
এও এক বাঘবন্দী খেলা
জানেনা অনেকেই।

নিজের জাল বুনতে গিয়ে
কেউ একটা সুতোয় ঝুলিয়েছে
পৃথিবীর সব পরিপাটী।

কেউ যেন খুব শান্ত হয়ে
মেনে নিচ্ছে এই আবছায়া আলো,
অকাল গোধুলী।

গভীর রাতে যদি নাড়ীছেঁড়ার
আওয়াজ শোনা যায়।


©® স্বপন কুমার দাস