শ্রাবণ কোথায় লুকালে তাকে,
এবার তোমার ভাবনায় ভিজে
কে গাইবে গান?
তাল তমাল আম কাঁঠালের বনে
টুপটাপ রিমঝিম নাচের আগে
কে তোমায় পরাবে প্যায়জেনিয়া?
কিশোরীর কাগজের নৌকায়
ভেসে যাওয়া কবিতা
কে শোনাবে নদীপারের নিটোল ছেলেটিকে ?
বল শ্রাবণ চুপ কেন ?
কেন শূন্য তোমার শ্রাবণের ঝুলা-
কবির আসন।
জানি নিরুত্তর তুমি,
তোমার সব মেঘ আজ অশ্রু হয়ে ঝরবে
শিলাইদহে শান্তিনিকেতনে।
বাইশে শ্রাবণ রেখে যাবে
এক চিরন্তন বিরহ
এপারে ওপারে ……।