যারা বাছাই করছেন সেইসব এডমিন, মডারেটার,এবং রিভিউয়ারদের নাম প্রকাশ করা হোক।রোটেশন পদ্ধতিতে অন্যরাও সুযোগ পান তাহলে ব্যপারটি অনেক গণতান্ত্রিক ও গ্রহণীয় হবে।কবিদের উত্সাহিত করার জন্য বাছাইকৃত কবিতা প্রকাশ একটি সুন্দর পদক্ষেপ সন্দেহ নাই।দুই বাংলার অনেক কবি এই আসরে লেখেন।নিরপেক্ষতাই এই আসরকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস।আরো বলা যায় এই আসরে ছন্দের কবিতার উপর বেশী জোর দেওয়া হয় অন্য কবিতাগুলি প্রায়ই
উপেক্ষিত থাকে।কেউ নতুন প্রয়োগ করছেন কেউ সাম্প্রতিক ঢঙে লিখবার চেষ্টা করছেন তার পাঠক কম।বাংলা কবিতাকে এগিয়ে নিয়ে যেতে এই সব কবিতার গুরুত্ব আছে।বাংলা কবিতার মত আসর এই ব্যাপারে এগিয়ে আসুক।