পুরানো প্রহর গুলো অচেনা ,
দিশাহীন স্রোতে ধাবমান একক অস্তিত্ব
জীবনের সব টুকরো পেতে
সত্যকে সেঁকে নেয় অপবিত্র আগুনে।
তন্বী গাভীর অনুগমনে ব্যস্ত মহাজন
যজ্ঞান্ন পেতে হাত বাড়ায়
কল্লোলিত পল্বলে দাঁড়িয়ে।
অয়নান্তে ব্যর্থ ভীষ্মের ইচ্ছামৃত্যু
ভায়ের রক্তেও মহিমান্বিত মহাভারত।
জলতরঙ্গ শুনতে পাই
আঘাত আসবে কোন এক বন্ধুর হাত ধরে
আগলে আছি মরুদ্দান
নাহয় সুর্যমুখী হব।
সময়ের ট্রিগারে নাম লেখা সকলের..
আমার চিতাভষ্ম দিয়ে লিখে নিও
“ভালবাসা”শব্দটাকে ......।