বাঁশির সুরে ভাঙানিয়ার গান-
জাফরি কাটা রোদ্দুর এখন মধ্যম।
ইমনের আলাপ অনেক প্রশ্নকে দাঁড় করায়
কোন বিপদজনক বিন্দুতে।
মুগ্ধ মুর্খতায় তোমার শাড়ীর আঁচলে,
চোরকাঁটা হয়ে, তোমারই কাছাকাছি।
সযত্নে উঠিয়ে ফেলবে জানি-
যাযাবর জীবনের এইটুকু পথচলা।
অনেক অজুহাতে বাঁচিয়ে রাখি
কিছু কুয়াশাহীন প্রত্যাশা,
উবাসী মনে অনেক দৃশ্যের আনাগোনা ।
মনেপড়ে ঋক্ বেদের কালে ঋজু সংকল্পে
অরুন্ধুতীও অভিসারে যায়
কোন কালপুরুষের আশিয়ানায়।