অনিরুদ্ধ পথ। অঢেল অসময়।
কারোর হাতের বন্ধনে না জড়ালে
ভেসে যায় সব কানাকড়ি সঞ্চয়।
শাশ্বত অলস মন গহন রাজপাটে লীন-
ভেসে গেছে প্রেম তরঙ্গবিহীন।
গাছপালা নিবিড় এক জলাশয়ের তৃষ্ণা ছিল
অথচ চাতকের মত আশায় আশায়
বুকে বাঁধা মেঘলা দিন।
এলোমেলো অন্ত্যমিলে জীবনকে রেখে-
শেষ পংক্তির শব্দ যদি খূঁজে না পাই,
এই অনন্ত অভিভব শুধু আমারই থাক।
অপরাহ্ণ ঝড়ে যদি ঝরে যাবো,
পথে কিছু প্রাণ রেখে যাই।
অমাবস্যার আঁধারে জোনাকিকে সাথে নিয়ে
আলো যেমন রেখে যায় পৃথিবীর আদল ।
ব্যঙ্গালোর ২৯।৪।১৮