কবোষ্ণ চাদরে মুখ ডাকলেও
মিথ্যা হয়না পৃথিবীর সকাল ।
ঘুম ভাঙানি চায়ে চুমুক দিয়ে
দেখা এক চিলতে আকাশ
আকাশের কাহিনী নয়।

শত শতাব্দির পথ হাটা,
কিন্তু পেরিয়ে গেলো অনেক অশ্বারোহী ।
মাসুকার চুম্বনে
বাঞ্ছিত মেলট্র্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যায়।

সময়টা বুঝি মুখোশের,
নিজের চেহারাকেও অনেক পিছনে রাখি,
আয়নার সামনেও আসিনা, ওকথা বলে ।

রাজার কোটাল খোঁজ নিয়ে গেছে-
কয়েক জন মাধুকরী ছাড়লে
গননায় বড় গরমিল হয় ।

নির্মম সত্যকে নীল খামে পুরে
জঙ্গল পেরোবার ডাকবাক্সে ফেলেছি আমরা ।

তাই রবীন্দ্রনাথ একটু আড়ালে যাও,
এই নিস্তরঙ্গ মঞ্চে হোক কোন
নবাগতের মুখর পদধ্বনি ।


                                স্বপন দাস