অনুষ্টুপ ছন্দে নিবিড় হয়ে
সমান্তরাল দুটো উত্তরীয় দুলছে
ফাগুনের ফেরারী হাওয়ায়।

সংপৃক্ত দ্রবনে আরো কিছু ইচ্ছে মিলিয়ে দিলে
অধঃক্ষেপন স্বাভাবিক।

জটিল কোন প্রেমকাহিনী দেখলে
হাততালি দিয়ে উঠে
মাল্টিপ্লেক্সের দর্শক।

নিস্প্রদীপের মহড়া  আজকাল মনের গহনে।

চোখ বন্ধ থাকলেই অন্ধকারে মরুঝড়
সেখানে সবাই মুখ ঢেকে মরূদ্যান খোঁজে।

হাইওয়ে থেকে যেখানে গ্রামের দিকে পথ দ্বিখন্ডিত হয়েছে
সেখানে একটু  অন্যরকম হাওয়া
হয়ত‌ বেঁচে থাকার অনেকটা কাছাকাছি।