ঝড় ।। অনিমা বিশ্বাস

একটি অশান্ত ঘূর্ণিঝড়
প্রতি মুহূর্তে ঘুরে চলেছে
মনের আনাচে কানাচে।
              আছড়ে পড়ার জায়গা পাচ্ছে না।
              ঝড়ের কি ভীষণ বীভৎসতা।
              তোলপাড় করে দিচ্ছে জীবনকে-
              পরিস্থিতিকে বশে আনতে
                        জীবন জেরবার।
শক্ত মাটি নেই পায়ের তলায়
            ঝড়ের তাণ্ডবে উল্টে দিয়ে
                      পাল্টে দিলো সব।

Transcreation: Swapan Das

Tempest

The day you came in front of me
And I did touch you..
A tempest is travelling inside me
And in my every corner.

But it could not find a place to flounce
Whether in my mind or in my heart.
I only feel the fury in between.
It ransacked my whole being
And do not know how to control my moments.
As if I am in suspension
And that tempest is playing with me at ease.