কবিতা:অনিমা বিশ্বাস
দু-র থেকে চেয়ে আছো --
আমার দিকে
যেমন আলোর গন্ধ পেয়ে
সবুজ পাতারা চেয়ে থাকে !
উজাড় করে সমস্ত চেতনা
নিজের কল্পনা কে আলোর উপর---।
অবিন্যস্ত করে ---
আর অনুভবে পূর্ণ করে মন!
তখন হৃদয়ের কাছে দূরত্ব থাকে না-
শুধু স্মরণে আসে---
আর আসে অন্তহীন কথা
তখন চাক্ষুষ মান তুমি ।
অনুবাদ: স্বপন কুমার দাস
You are staring at me
from an infinite distance.
Like the lush green leaves look at the radiance of sun-rays,
after getting the essence of it.
And then pour and pour all its feelings towards...
being filled and fulfilled.
I also care not the distance
between you and me in my heart..
only the fragrance of remembrance
and our endless converse..
As if you are in front of me.