একদিন এখানে নয় অন্যকোন খানে
হয়ত দেখা হবে বিদীর্ণ বিস্ময়ে।
মনেপড়ে যাবে এ পৃথিবীর
লতা পাতা বনস্পতির মোহময় রাশি,
সুখের নেশায় মেশা বুকভরা ঘ্রাণ।

আমারো কাছাকাছি ছিল বাড়ানো হাত
ঘুম ভাঙ্গা চোখের নির্নিমেষ পল..
হারিয়েছি।
হারিয়েছি শব্দের ঘরবাড়ি
বাউল বেটোফোনের বিমিশ্র সঙ্গীত,
শরীরের কোষ বেয়ে চূঁয়ে চৃঁয়ে
প্রথম প্রেমের মত অমূল্য কিছু।

এখন কেবলই ধূসর মাঠ বেয়ে
                              উঠে আসে দাবানল..
অনেক অস্থির পদক্ষেপ পৃথিবী কাঁপায়।
জীবনের ধারাপাতে সখ্যতার অভিনয়
সৌজন্য বাতাস।
এক আখর অন্ত্যমিলের আগে
জানলায় বন্দী অন্তিম আকাশ।

২৩।১।১৮ কোলকাতা