ইতিহাসের পাতায়
বাংলাদেশের লিখেছো নাম
বাংলামায়ের দামালছেলে
অমরশহীদ শতেক সালাম।
“স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়”
রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছ তাই।
কৃতজ্ঞ দেশ গাইছে তোমাদেরই জয়গান
এ অমুল্য ধন, প্রণামেই দিই প্রতিদান।
লাঞ্ছিত মা ধর্ষিত বোন
রক্তে মেরুন মাটি
তাঁদেরই প্রতীকে উড়ছে পতাকা
দুর্বৃত্তের এ দুর্জয় ঘাঁটি।
বিজয় দিবসে উৎসবে মাতি
যাঁরা দিয়ে গেলো অধিকার
সোনারবাংলা কে সজ্জিত করার
ষোলোর প্রভাতে হোক অঙ্গীকার।