একের পর এক তুফান এসে
আমার রোদ্দুরকে কেড়ে নেয়।
এমনিতেই এখানে অন্ধকার বড় বেশি।
রোদ্দুরের মধ্যে কিছু  অন্ধকার থাকে।
স্বাভাবিক।
এখন দেখছি অন্ধকার সব রোদ্দুরকেই গ্রাস করে নিচ্ছে।
এমন কি অন্ধকার থেকে অন্ধকার কে বের করার  চেষ্টা হলেও
পড়ে থাকে আরো নিরেট অন্ধকার।
অসহায় নক্ষত্রদের কান্না ছড়িয়ে পরে  
ভয়ার্ত মানুষের মুখে।
অস্তাচলের মিছিল থেকে তুলে আনি তাদের বলিরেখা।
পাশাপাশি সাজিয়ে দিই এক ক্যানভাস পর্ণমোচী গাছ।
এমনই পোট্রের্ট বোধহয় টাঙানো আছে
পৃথিবীর প্রতিটি দেওয়ালে।
এই সব দ্রোহ কাল, আমার চেতনা ও সংঘাতে জেগে থাকে
রোদ্দুর ও অন্ধকারের সীমারেখায়।

কলকাতা ১৬/১১/১৯