একেলা চলেছি,কাফেলায় মিশে যাবো।
মুখোশের সাজঘরে দাঁড়িয়ে আর কতদিন?
আরো কিছুক্ষণ তোমার অপেক্ষায় কেটে যাক জীবন।
এই গোলার্ধ পেরিয়ে সায়াহ্ন অন্ধকারে অভ্যস্ত সময়।
তুমুল তিতাসে কেন তলিয়ে যায় স্বপ্ন ধরার ইচ্ছেগুলো,
কিংবা হাতে হাত রাখার মত চিরস্থায়ী কিছু।
দুচোখ এখনো জ্বলে জোনাকিদের জালে,
অসহায় এক প্রতিবিম্ব খোঁজে মায়াবী মন..
নিজের সঙ্গে লড়ায়ে বার বার হেরে গিয়ে,
এক একটি পরাজিত শব্দকে তুলে রাখি আমার কবিতায়।
যারা প্রাণহীন পড়ে আছে মিশরের মমির মতো।
এর থেকে বেশী কিছু নয়..
কেবল মরীচিকা হাত ছূঁতে চায়
অশ্বারোহীর ডানায় লেখা তোমার অনামিকা নাম।