সব সৃষ্টি যদি শূন্যথেকে
কেন তাকে অমরত্ব দেওয়ার চেষ্টা
কেন চারিদিকে এত লোলুপতা?
এই ধ্রুপদী সত্যকে ধূসরতায় ঢেকে
গড়ে উঠে নগর জনপদ,
দিকে দিকে অহংকারের বুরুজ খলিফা।
কিছু ঝকঝকে কথার অর্থহীন মলাটে
যত অপ্রয়োজনীয় আলাপ,
এই আস্ফালন এই শ্রেষ্ঠত্ব প্রমাণের
অনৈতিহাসিক প্রতিযোগিতা ।
কানামাছি খেলায় মত্ত চোখ গুলোকে
শক্ত করে বাঁধি,
মৃত্যুকে অমৃত করার সাধনায় নয়,
অমরত্বের লোভে
মুছে দিই সব সম্পর্কের সমীকরণ ।