পৃথিবীর পরিসীমার
কাছে এসো পথিক।
মধ্যবিত্ত চেতনার গভীরে,
নিজের উৎসভূমিকে আঁকড়ে আছো-
আবহকাল।

মৃত ভালবাসার সাগরে
হারাণো প্রেমগুলো খোঁজার পারঙ্গম দৃশ্য
ঈশ্বর বোধহয় উপভোগ করেন।
দীর্ঘশ্বাসে ভারী বাতাস,
এখানে না কেউ বন্ধু
না কেউ প্রেমী।

অনেক আত্মীয়তার এখনো-
কোন নামকরণ হয়নি
অনেক অনুভূতির কোন নাম নেই।
কোন নারীর বিশ্বাস অটুট থাকলে
তার নিরবয়ব বুননে
আবার সবুজের পরিপাটি।

জীবনের আবাহন শুরু হোক।