আবাসন

উপর তলায় অনেক আলো
নীচের তলায় কম
নীচের তলায় বন্ধু অনেক
উপর তলায় কম।


প্রাপ্তি

সব মিথ্যা সব ঘৃণার হোক বিলুপ্তি
মৃত্যুর পর আত্মাই এক মাত্র সত্যি
ভালোবেসে যদি ভালোবাসা পাও এক রত্তি
এই নশ্বর জীবনের সেইতো পরম প্রাপ্তি।



©® স্বপন কুমার দাস