তোমার পথের সাথী হব আমি-
তাই'তো দক্ষিণে বাতায়নে
দাঁড়িয়ে তোমার প্রহর ঘুনি।
আসে হাওয়া খোশবু ভেসে-
ছায়া হয়ে থাক তুমি।
অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার-
কাজল মেখে লুকিয়ে ছিলে ওই মুখ।
বেদনাকে সাথী করে-
পাখা মেলে দিয়েছো তুমি,
কত দূরে যাবে বল !!
তোমার পথের সাথী হব আমি।।
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি,
কোন সে দূরে যাবে বল ...
তোমার পথের সাথী হব আমি...।