স্বর্গে থাকার স্বপ্ন থেকেই বলি !
তুমি ভাব কেমন কেমন করি ।
ধরণীর ধরাতলে যাহা কিছু দেখ !
তাহা কিছুই যে চিরস্থায়ী নয় ।
চলন বলন কনে যদি করো তুমি পুণ্য
চিরস্থায়ী কিছু পেয়ে সেইদিন
তুমি হতে পার ধন্য আর ধন্য ।
তখন তুমি স্বর্গে থেকে ফিরে এসে
আরো বেশি করতে চাইবে পুণ্য ।
এখন হয়তো না বুঝে তুমি আমায়
কর গাল মন্দ।
মুখের উপর না বলিলে তুমি ভাব
আমি অনেক অন্ধ ।
অন্তর চক্ষু মিলিয়ে দেখলে
তুমিই হবে বড় অন্ধ ।
ভাবতে পার তোমার জন্য ভালবাসা
আছে আমার খুবই নগণ্য!
তাহা কিন্তু নয়।
আমি যাহা বলি তোমায়
দুইজন মিলে
স্বর্গে থাকার স্বপ্ন থেকেই বলি !
তুমি ভাব কেমন কেমন করি । ।