সেই দিনের সেই সকালকে
      পারিনি এখনো ভুলতে !

তখনো রবি দেখা দেইনি বটে !
      দেখেছি তুমি পুকুর পাঁড়ে ।  

জানো ? আমি তখনো জানিনা !
      এই মনে লুকিয়ে আছে
অফুরন্ত প্রেম।

জানতাম না এই হ্রদয় আমার
      কার জন্য লুকিয়ে
রেখেছিল প্রেম।

তুমি কি জানো ?
      সেই সকাল'টাই ছিল

আমার  হ্রদয়ে গাবটি মেরে বসে থাকা
     প্রথম প্রেমের সূচনা।

পূর্বদিকের রবি'টা ওঠার আগেই !
     সকাল'টা ছিল জাগ্রত  -
প্রেমের রবি'তে ভরা ।।

সত্যি তুমিই এই  হ্রদয়ে করেছিলে
     প্রথম প্রেমের সূচনা ।

তাইতো এই মন আমার  
     সেই দিনের সেই সকালকে
পারেনি এখনো ভুলতে ।।