কষ্ট আছে যার
    থাকে বুকে তার।

সুখের বুকে মুখ থাকে না
    থাকে দুঃখের বুকে।

যে বাসে মন দিয়ে
    আসে মুখে তার।

যার থাকে চলনা
    থাকেনা বুকে তার।

আমার কথা বাদ দাও।
   আমি যেমন !
থাকতে দাও তেমন।