হে প্রাণের জীবন তোমাকে খুব ভালবাসি,
তাই'তো তোমাকে নিয়ে-
বেঁচে থাকার যত ব্যাকুলতা!
হে প্রিয় ভাগ্য তোমাকেও খুব ভালবাসি,
তাই'তো তোমাকে সাজানুর-
যত ব্যাকুলতা!
তোমাদের সমন্বয়ে সাজিয়ে গুছিয়ে-
বাঁচার যত আকুলতা আমার-
তোমরা কি তা বুঝ ?
আসলে তোমরা যে পরিমাণ নিষ্ঠুর-
আমি সেই পরিমাণ নই!
তোমরা যে আমার জন্য বড্ড পাষাণ!!
তোমারা কি আমার জন্য একটুও-
ভালবাসা তোমাদের কাছে রাখনি...?
ভালবাসার বিনিময়'তো শুধুই ভালবাসা !!
তবে তোমরা দুইজনে আমার জন্য-
কেন এত পাষাণ হলে...কেন ???
কত কি করে তোমাদের সাজানুর যে-
আকুলতা আর ব্যাকুলতা!
তোমরা কি তা বুঝ না...?
জানি!! তোমরা কেউ আমার জন্য নও !!!
আমি যে তা বুঝেছি এত দিনে।
বুঝতে যখন পেরেছি এখন আমিও-
তোমাদের হতে চাইনা।
তোমাদের আমি আর চাইনা !
তোমরা আমার জন্য ছলনা হয়ে থেকো'না,
আমি তোমাদের সাথে ছলনার-
ভালবাসা নিয়ে থাকতে চাইনা।
আমাকে ছেড়ে দাও না হয়-
আমি তোমাদের ছেড়ে দেব।
রব'কে বল আমি তোমাদের ছলনার-
পাত্র হতে পারছি না ! পারব না!
আমায় ক্ষমা করো হে আমাদের রব!
আমায় ক্ষমা করো।