দে দে আমায় ছেড়ে দে''
     যেমন থাকার তেমন আছি ,
যেমন থাকলে তুমি খুশি।

দে দে আমায় ছেড়ে দে...,
      আমি এক উড়ন্ত পাখি -
ডানা মেলে উড়তে চাই ।

চলনার খাঁচাই বন্দী হয়ে আর -
      কতদিন থাকবো বেঁচে ?
প্রান বায়ু যে চলে যায় ।

দে দে আমায় ছেড়ে দে...,
      আমি এক উড়ন্ত পাখি ,
উড়ে যেতে চাই যে দুরে ।

তখন তোমার প্রানে যাহা চাইবে-
      তাহা পাইবে !

আমি যে দিয়ে খুশি চিরকাল।
      নিয়ে খুশি নয় ।

আমার রক্তে মিশে আছে কষ্ট
      আর বেদনা ,
আমি যে তারে ভয় পাইনা ।

আমি যে দুঃখকে করেছি জয় ,
      তাইতো আমায় সে ছাড়েনা।

আমি যে দুঃখের ,
      দুঃখ যে আমার ।

তুমি যা পেয়ে খুশি নও ,
      জোর করে তা দিয়ে তোমায়-

খুশি করার চেষ্টাই রত থাকার-
      মানুষ যে আমি নয় ।

আমি তাহাই করিব যাহা পেয়ে-
       হবে তোমার জয় ।

চিন্তা করোনা সোনা-
      চিন্তা করোনা !!

মিছে ভালবাসার ফল যে-
      আমার জান ,আমার প্রান-
আমার কলিজার টুকরা ।

সে যে আমার পৃথিবী -
      আমার ইহ পরকাল ,
আমার সোনা আমার নয়ন মনি ।

তারে ছাড়া যে আমার -
      এক মুহূর্ত ভাবনা চলেনা ।

আমি যে তার জন্য বেঁচে রইব ,
      রবের কাছে চাইব আমি তার হায়াত ।

শুধু চাইনা তোমার চলনাই পড়তে ,
      মিছে খেলাই জ্বলতে ।

তোমার যা স্বপ্ন সাঁজাও তুমি -
      আমি যে তার কাঁটা হয়ে রইবনা!
কোন খোঁচাও যে আর দেবনা ।

বলি তুমি আর রাগ করোনা -
       লক্ষি সোনা ,
এইবার আমায় করো ক্ষমা ।

আমি যে এক নয়া পাগল -
       পুরুনু পাগলের বিড়ে যে-
আমার আর চলেনা..আর চলেনা....।