হে মোর বাহির'টা ভিতরটা'কে একটু
বাহিরে আসতে দাও!
তবেই ক্ষমা করে দেব তোমায়।
তা'নাহলে আমি যে চাইবো বিচার-
-তোমার! সারাটি জীবন।
কি পেলাম এই জীবনে !
পেয়েছি যাহা কখনো চাইনি তাহা।
এই মন যাহা চাইনি বাহিরটা
দেখিয়েছে তাহা ।
ভিতর আর বাহির কিসের এত
দুশমনি ছিল তোমাদের !
কখনো জানতেও চেষ্টা করিনি।
আজ সত্যি বাহির তুমি হয়েছো
ভিতরের কাছে আসামি।
বাহির'টা তুমি'ই ভিতরটা'কে করেছো
সর্বদা শাসন আর জুল্ম।
আজো তুমি কাঁদিয়ে যাচ্ছ নীরবে।
আজ আমি সর্বদিকে বাদির কাঠগড়াই
তোমার বিচার চেয়ে চলেছি প্রতি মুহূর্তে!
জানি এই বিচারের ফলে সেই সময়ের
ভিতরটা'কে আর খুঁজে পাবনা!
তবু তুমি মিথ্যুক বাহিরটা'র বিচার চাই।
কেন আমি পেয়েও যাহা চেয়েছি তাহা পাইনি!
কেন যাহা চাইনি তাহা পেয়ে পেয়ে
তৃপ্তির ঢেকুর করে চলেছি।।
বাহির তুমি সত্যি আমাকে দখল করে নিয়ে
আমাকে শেষ করে দিচ্ছ।
আমি তোমার বিচার চাইবো সারাটি জীবন।
অনেক হয়েছে এইবার তুমি ক্রান্ত হও!
আমার ভিতরটা'কে বাঁচাও!
ভিতরটা'কে একটু বাহিরে আসতে দাও।