কখনো কখনো আপনরাও পিচ্ছিল হয়ে পড়ে
    কেউ বুঝে,কেউ তা বুঝে না।

কেউ জানে না,কেউ জানিও জানে না।
    বলা আসলেও বলে হৃদয় ভাঙ্গতে চাই না।

যেটুকু করেছি বিশ্বাস সেটুকুই হারিয়েছি নিশ্বাস।
    যে অল্প টুকুন রেখেছিলেম নিজের কাছে,
সেটুকুই আমাকে দিয়েছে নিশ্বাস।

ভেবেছি হবে তাহার উপকার পাবো আমি সম্মান
    উল্টো পেয়েছি তাহার ধিক্কার।

    নির্দোষী হয়ে যায় দুষী,
দুষী হয়ে যায় নির্দোষ।

    এই ধরনির যত আপন জানা বড় কঠিন।
কে আপন কে পর বুঝা বড় কঠিন।

    তবুও চলতে হবে আপন আর বিশ্বাস নিয়ে
কে বলে হবেনা আপন! হতেও পারে বন্ধু।
    বিশ্বাস করেই বাঁচতে হবে বিশ্বাসই যে ঈমান।