দেখেছি আমি মানুষের মূল্যায়ন !
চলেছি তাই মানুষেরই সঙ্গে ।
হতে চেয়েছি একজন সত্যিকারের মানুষ !
যখন ভাবছি মনুষ্যত্ব বুঝি আমার দেহ মনে
একটু একটু করে দানা বাদা শুরু করেছে ।
আর কি দেরি ! শুরু করে দিলাম নিজের পাশে
মানুষ রোপি কিছু অমানুষ চরিত্রহীনদের
চরিত্রবান মানুষ বানানুর জন্য অক্লান্ত চেষ্টা ।
অনেক পেরেছি আবার পারিনি !
এখনো নিজের মধ্যে সেই সপ্ন দেখি ।
কিন্তু আমাদের সমাজে আমাদের জাতিকে
চরিত্রহীন অমানুষদের চরিত্রবান মানুষ বানানুর
জন্য যখন অনেক বেশি মেশিনের প্রয়োজন !
তখনি দেখি নিত্য নতুন মেশিন বেরিয়ে এসে
ডাকছে শুধু চরিত্রহীন অমানু্ষ হওয়ার জন্যে ।
দুঃখ হচ্ছে সব গুলো মেশিন সমাজটাকে
নরক বানানুর জন্যই ।
চরিত্রবানদের চরিত্রহীন বানানুর
জন্যই ! হচ্ছেও যে তাই ।
অন্য দিকে চরিত্রবান মানুষ বানানুর মেশিন গুলো
নিবন্ধন হারাই ।।
অপবাদ জড়িয়ে মেতে উঠে ধংসের লিলাই ।
জাতির চরিত্রহীন অমানুষ গুলো জগদ্দল
পাথরের মত চালকের আসনে বসে
এই জাতির সোনার মানুষ তৈরিতে কাঁটা হয়ে দাঁড়ায় ।
তাইতো তোমরা দেখ শুধু দর্শকের সব খেলা
আমরা করি বিলাপ পাপিরা করে দৃষ্টতা ।
মা বাবা ভাই বোন কেউ পাচ্ছনা রেহাই
তবুও যে ঘুম ভাংছেনা হে জাতি তোমার ।
ঘুম ভাংবে যেদিন সব হারিয়ে শুন্য হাতে
বিলাপ করবে সেইদিন ।
এখনো যে আছে সময় সব হারিয়ে যায়নি !
শক্ত হাতে হাত মিলিয়ে চল সবাই মুক্তির
আরো একটি সংগ্রামে নামি ।
এইবার যদি দিতে পারি যে ক্রিয়ার সেই প্রতিক্রিয়া
দেখবে তখন মুক্তি পাবে সকল মজলুম জনতা ।।
মুক্তি পাবে নারী শিশু আবাল বৃদ্ধ
আর মজলুম সব জনতা ।।
বার বার নয় একবার মরি চল সবাই মুক্তির
আরো একটি সংগ্রামে নামি ।