হাইরে কপাল মন্দ-
চোখ থাকিতে অন্ধ,
চোখের কি দুষ বল ?
যে যাহা বলে তাহাই-
বল! মিথ্যুকের পূজা কর!
না ভেবে নীতির কথা-
কর তোমরা নেতা-
নেত্রীর পূজা।
দুনিয়া বল আখেরাত বল-
এই জীবন!জীবন নয় !
এই দিন ও দিন নয় ?
বলি তাই বন্ধু সকল ভাব-
শুধু নীতি কথা -
বল তুমি সত্য কথা!
কর শুধু আল্লাহ্র পূজা -
পাইতে পার স্বাধীনতা।
নইলে যাবে বন্দিশালা-
আজ আমি কাল তুমি
চলতে থাকবে এই চিল চিলা।
লাব হবেনা কারো কোন -
রেখে যাবে ধ্বংস লীলা।
ভোগ করিবে নাতি পতি-
তখন করবে কি?
এই দুনিয়ার সুখের জন্য-
আর করোনা অবহেলা।