আমি আজো ভুলিনি তোমায়,
      জানি তুমি ভুলে গেছ আমায়।

সেদিনের সৃতি টুকু আজো-
      আমায় নীরবে নাড়িয়ে দিয়ে যায়।

যেদিন ছিলোনা মনে প্রেম !
      সেইদিনই প্রথম জাগিয়ে
দিয়েছিলে প্রেম ।

আমার সত্যিই ছিল তারুন্নের প্রেম।
      তুমিই জাগিয়ে ছিলে
সেই ভালবাসা আর প্রেম।

তোমার মায়াবি হাঁসি আর
      হরিণী দুটি চোখ নাড়িয়ে দিয়ে-
জাগিয়ে দিয়ে গেলেও !

শেষে তুমিই হলে সর্ব'পর।
      জানি তুমি এখন করছো অন্যের ঘর।

জীবন যুদ্ধে হেরে গেছো কি
     জিতে গেছো বেঁচে আছো কি
মরে গেছো।

সেটুকুও জানিনা ! হে মোর হৃদয়ে-
      প্রথম প্রেম জাগানিয়া !

তুমি যেই ব্যাকুলতা দেখিয়ে
     আমায় হারিয়ে মারিয়ে গিয়েছ
সেকি তুমি জানো?

তুমি গেছো জিতে আমিই গিয়েছি হেরে
     তাইতো আমি আজো ভুলিনি তোমায়,
জানি তুমি ভুলে গেছ আমায়।