"ভোলানাথের প্রসাদ দেতো..."
বোলে পাতলুম হাত
আমার হাতে জোলা দিলো
আতব চালের ভাত।
ভাতটা খেতে ভালোই লাগলো
লকপকালো জিভ
"অতি লোভে তাঁতি মরে"
বোললো স্বয়ং শিব।
আমি বলি - "ঠাকুর তোমার
কথা বুঝেছি...
গণশাপেট-এ ইঁদুর ছুটে
করব আমি কী?"
ভোলেবাবা বোললো হেসে -
"তাই নাকি! শোন পেটু'
তুই যদি সব প্রসাদ খাবি
কী খাবে তোর যেঠু?
আমার ভোগটা না খেলে ওর
উপোশ ভাঙে নাকো "
অবাক আমি! - "ঘরের খবর!
তুমিও সব রাখো ?"