উপরবালা সবি রচে, সে যে পিতৃ মম:
দর্শিনু জ্ঞান ব্রহ্মচক্ষে সে জ্ঞান মাতৃসম।।
আমি হলাম সর্বহারা কি গাহিব গান ..…...
যা কিছু আজ বিশ্বে প্রভু সবি তোমার দান
কিছুই তো নাই আমার দয়াল
আছে একটা মন,
তাকেও তুমি হাতের মুঠোয়
নাচাও সর্বক্ষন....
বলো হরি, হরি বলো , আমরা প্রভুর দাস ...
ঈশ্বর নশ্বর সবি তো এক.... নরহরি দাস!
যে মানুষের বংশ গড়ে বানায় ধরাধাম
সে মানুষকে ধংস করে ফুরালে তার কাম
গোবিন্দ ..... বলো রে
বিসমিল্লা..... বলো রে
মানুষ যদি মরে কারো , সৎকার্য করো রে
মানুষ যদি মরে কারো , সৎকার্য করো রে
ঠাঁই দিয়ো গো প্রভু তুমি
জীবন মরণ সফরে
হিন্দু হলে চিতায় দিয়ো
মুসলিম হলে কবরে....
হে ঠাকুর! ..... বলো রে
হাই আল্লা!..... বলো রে
মনের মানুষ চলে গেলে সৎকার্য করো রে
মনের মানুষ চলে গেলে সৎকার্য করো রে।