পুলিশের লোক
দেবব্রত দাস
১৯/১২/২২

আজেবাজে লোকের চোখে
যতই উড়ান ধুলো
যতই উড়ান মাটি,
কেস-টা কিন্তু রগড়ে আমি
করছি ঘাটাঘাটি!

আপনি যতই রাগুন,
কদিন পরেই ফাগুন,
জল শুকাবে অনেকটা দূর
হাঁটি হাঁটি হাঁটি....
কেসটা যখন আগুন!
যতদূরেই ভাগুন
ছুটে যাবো ঠিক সময়ে
ঠিক চালাবো লাঠি......

আমি জানি আপনি ভালো
সবজি বিক্রি করেন,
যার তার সাথে যখন তখন
ফালতু কথায় লড়েন!
রামনগরের নায়েব মশায়
কেস করেছে জীবদ্দসায়
এবার যাবেন জেলে মশায়
এবার যাবেন জেল......
খুব খেলেছেন খেল,
খুব খেয়েছেন কচুপোড়া!
এবার যাবেন জেল.....

বেশ গড়েছেন ভুঁড়ি মশায়
বেশ গড়েছেন ভুঁড়ি
ভেন্ডি, লঙ্কা, চিচিঙ্গা, লাউ
কার করেছেন চুরি?
হাতে নিয়ে ইঁট.......
করেন নি মারপিট ?
কার ফাটালেন বেল ?  
যার ফাটালেন মুন্ডু মাথা
তার পিছে দেন তেল..... !

খুক্ খুক্ খুক্ কেশে
আপনি চলেন হেসে ....!
বড়ো বড়ো দেখাছেন  চোখ!
আমি কিন্তু পুলিশের লোক!
দাদাগিরি করলে বেশি
নিজেই যাবেন ফেসে মশায়
নিজেই যাবেন ফেসে।  
আপনি বুড়ো, নন তো বালক!
গুঁজবো কেসে অনেক পালক.....
আলু পটল সব খোয়াবেন
থানার ভিতর এসে।

বলি আপনার কানে কানে  
এ থানাতে সবাই জানে,
কেমন আমি পুলিশ ?
কার সাথে কার পাঙ্গা
কার সাথে কে নাঙ্গা ....
লড়াই দাঙ্গা যা কিছু হোক!
আমি কিন্তু চটপটে লোক  
ঝুট ঝালেলায় ফুলিস্!

থাকি আমি খুশ মেজাজে
দিই মনোযোগ নিজের কাজে
বদমাসদের দুষ মেজাজে
দুপ্ !  দাপ্ !
গুপ্ ! গাপ্ !  
ভালোই করি মালিশ!
রান্না ঘরে
কান্না ক'রে
ডাকা বুকো  
টানে হুঁকো
চোখের জলে
নাকের ঝোলে
ভিজায় চোরে বালিস!

পেটে পিঠে ডান্ডা
মেরে করি ঠান্ডা,
খেলে গুঁতো
পালায় ভূত-ও!
লালগোলাতে আমার নামে
দরদরিয়ে সবাই ঘামে
কেউ করে না নালিশ, আমার,
কেউ করে না নালিশ.....

জাগুন মশায় জাগুন!  
জ্বলছে কেসের আগুন,
পুড়ার আগে বাগুন
লেজ গুটিয়ে ভাগুন!
  
গুজিয়া কিছু দেন
খাটিয়ে নেবো ব্রেন
হাঃ হাঃ হাঃ!
হোঃ হোঃ হোঃ!
যান বাড়ি যান হেসে।
জল গড়ানোর আগেই এমন
মশলা দেবো কেসে ,
রামনগরের সাহেব নায়েব
উল্টো যাবে ফেসে....!