সকাল বিকাল দোড়া-ঝাপা,
ব্যায়াম করে না কোনো,
"আমার ওজন দেড়শো কেজি!"
মোটুর কথা শোনো ....।
পোনরো বছর হয়নি বয়স,
দেড়শো কেজি ভার?
বেটার পেটে পিঠে ঘুসি
ধরে পাকলে মার।
খাচ্ছে বসে বাপের ঘাড়ে
কুম্ভকর্ণ হাতি......!
কাজ করেনা, শুধু খাঁই! খাঁই!
লাট সাহেবের নাতি!
ভাগ্যিস অফিসারের ছেলে,
যদি আমার হোতো....
লাঠি পিটে ছুটিয়ে নিতাম
কিলোমিটার শত'।
ন-টার আগে ঘুম ভাঙে না
মোটা হুদুমধুমের,
নাক ডাকে সে দিনদাহারেও
বহর দ্যাখো ঘুমের!
খপ্পরে সে পড়লে আমার
খাটিয়ে অবিরত,
পঁচাশ কেজি ওজন রেখে
ঝরিয়ে দিতাম শত'।