দিদির করে আলোচনা
সবাই কানে কানে,
তোর যে দিদি অনেক ট্যালেন্ট
ওরা কি তা জানে?
তিড়িং বিরিং মঞ্চে উঠে
জমা দিদি নাটক
তোর-ই জন্যে পাত্র খুঁজে
আনুক পাড়ার ঘটক।
এপাং ওপাং বলনা দিদি
ঠ্যাং তুলে দিক কুকুর
তোর প্রতিভা দেখে হাসে
স্বয়ং কবি ঠাকুর !
তুই যা চিত্র আঁকিস দিদি
নেই যে কিছুই বলার
ছবি বেঁচে কামাস নাকি
অনেক কোটি ডলার ?
যারা তোকে পাগলি বলে
মার না ছুঁড়ে চটি ,
রাব্বা ডাব্বা বল না দিদি
ফুটুক সবার ঘটি ।
মুখখানি তোর দেখলে দিদি
মানুষ ওঠে তেতে,
নতুন কিছু রচনা কর
নোবেল প্রাইজ পেতে।
আকাদেমি নিলি তবু
হয়নি কেউ-ই খুশি
হপাং কপাং ঝপাং টপাং
বাড়িয়ে লেখ্ বেশি।
তোর কবিতা ভাল্লাগে তাই
পটাং ধরে সুর....
কোলকাতা-টা ঘরের কাছেই,
দিল্লি বহুৎ দূর,
মর্দানি তুই ভাষণ তেড়ে
কথায় ফাঁড়িস বম!
অ্যাকটিং-এ তোর দশ-বারোটা
অস্কার-ও হয় কম।