আমার ছড়া(২)
দেবব্রত দাস
২০/১২/২২
খাওয়া দাওয়া ভুলে গিয়ে
না ঘুমিয়ে রাতে,
কবিরা সব পাগল হল
বাংলা কবিতাতে।
মস্ত কবি বড় বড়
কাব্য লিখে মরে
তুচ্ছ কবি অল্প কথায়
তিরিং বিরিং করে।
ছন্দছাড়া ভঙ্গিমাতে
দেখিয়ে আটসাট
পল্টু কবি, কবিতা নয়
গল্প করে পাঠ।
রবীন্দ্রনাথ নোবেল পেল
হোদোল পাবে কি?
পুরুত কবির জন্যে আমি
ঘন্টা কিনেছি!
মহাকবি হতে চেয়ে
কেউ খেয়োনা মাথা
সময়ে সব কাজ করিও
ভুলো না এ কথা।