আমার ছড়া (১)
দেবব্রত দাস
১৯/১২/২২
ভোলা যেদিন বাজিয়েছিল
ঢ্যাম্ কুর্ কুর্ ঢাক
খ্যাপা সেদিন বাজিয়েছিল
টিংকুবাবুর টাক!
তাক্ কুরাকুর্ নাক্ কুরাকুর্
তাককু নাকুর্ নাক্
আওয়াজ শুনে হেসেছিল
আমবাগানের কাক!
কাকের পাশেই বসেছিল
ছুট্টুকুনি ঘুগু,
সেই ঘুগুকে পুষতো ঘরে
গম ছিটিয়ে রঘু।
রঘুর ছিল কালো জামা
প্যান্ট-টা ছিল সাদা,
না পারিলে পড়া তাকে
বলতো স্যারে গাধা!
স্যারের পায়ে খড়ম্ খড়ম্
ছিল চামড়ার বুট
আমার ছড়া খুব শুনেছিস
এবার তোরা ফুট্!