টুন টুনাটুন টুনটুনিকে বুলবুলি দেয় বোল
"ডাল দুয়ারে, চাল দুয়ারে, মালপুয়া-কেই তোল"
পাতিহাঁসের বদন চেয়ে ঈগল গাহে গান -
"দেখায়ুঙ্গা তুঝকো জান্নাত, আজা মেরি জান...
তু মেরি চিকনি পারুল খাকে পুঁকা-পঙ্কা
তেরি বিনা এ জিন্দেগি মেরা শুখা লঙ্কা!
হরে করে কম্বা শকুন এপাং ওপাং চিল
আজা মেরা আ বাহোমে, ময়না মেরা দিল..."
"ঈগলগীতি বাবুলকন্ঠে লাগছে চকাচক!
নাচ বগা রে, মাছ বগা রে,"- বলল কথা বক
পার্থ তীর্থ পরেশ নরেশ , বককে বলে -"বঙ্ক!
ঈগ্লেবাবুর গান শুনিলে পিঘ্লে যাবে অঙ্ক!"
হুতুম পাখির গুতুম খেয়ে বলল হাড়িচাঁচাঁ
"পেঙ্গুইনের পঙ্গুপোলা লাঠির ডগায় নাচা !
পার্থবাবুর কালো টাকা , পরেশবাবুর পদ.... "
চাচার কথা শেষ না হতেই মদনা চাখে মদ!
মদনা কি সেই মস্ত মোরগ, দিদিমনির পায়রা?
পাকুত পুকুত হেসে পাগল রঘুর ঘুগুর ভায়রা!
কেষ্ট বিষ্টু দুষ্টু চড়ুই যা লিখে সব মিষ্টি
বকুল পাখি মুকুল পাখি মোনালিসা দৃষ্টি!
আতাগাছে তোতাপাখি নেবুর ডালে ময়না,
বনের পাখি মনের কথা কেউ কাউকে কয় না
চাতক পাখির বতকচিত্তে কে জুটালো জল
অর্পিতা মন ফিঙেপাখির, কাকাতুয়ার কল !
আজ শনিবার কাল রবিবার দিন গুনে যায় সম
আগ দুমাদুম! তাগ দুমাদুম! তাক তুমাতুম বম ?
তদন্তে আজ ময়না পেটাই সব পাখিদের লেবু
উটপাখির ডিম মাথায় বয়ে চিৎ পটাং এই দেবু!
তোপ যে আমি কি দেগেছি নিজেই গেছি ভুলে
বম চেয়েছে যেই দারোগা ডিম দিয়েছি তুলে.....।