ধুৎ তেরিকি ভালবাসা! জ্বলছে সবাই ঝোপোর-ঝাপর
গন্ডগোলে সমাজ ভারী, নেইকো তাতে কমা দাড়ি
ছেদে-ছেদে শবচ্ছেদ করতে গিয়ে ব্যবচ্ছেদ
লম্বা গাড়ি শুধুই টানা, রিক্সাগুলো হয়না কানা
আজ আমাদের গোয়ালপাড়া, লড়ঝড়ে ভাই দালানছাড়া
নেই কোনোও নেই উপায় জেনো, বক্সিবাবুর বাক্স কেনো
বন্ধ ঘরে বন্ধ উঠোন, চৌকাঠে তাই ভাঙলো রতন
আর্শিখানা ভেতর ঘরে, বাইরে এলে বেঘোরে মরে
তাইতো বলি ভেতর-ভেতর
মনরে তুই ভেতর পানে
ফুরিয়ে গেলে আর পাবিনে।